৭ গুণী চিকিৎসককে সম্মাননা জানাল কুমিল্লা বিএমএ

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-17 12:29:14
৭ গুণী চিকিৎসককে সম্মাননা জানাল কুমিল্লা বিএমএ

কুমিল্লা বিএমএ’র বৈজ্ঞানিক সেমিনার ও গুণী চিকিৎসক সম্মাননা প্রদান

৭ জন গুণী চিকিৎসককে সম্মাননা দিয়েছে কুমিল্লা জেলা বিএমএ। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে স্থুলতা: একটি নীরব ঘাতক: প্রতিরোধ ও চিকিৎসা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার শেষে গুনী চিকিৎসকদের সম্মাননা জানানো হয়। 

গুণী চিকিৎসক সম্মাননা প্রাপ্তরা হলেন : বীর মুক্তিযোদ্ধা ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী, ভাষা সৈনিক ডা: ছৈয়দ জুলফিকার হায়দার, ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: এ বি এম খোরশেদ আলম, মুক্তিযুদ্ধের সংগঠক ও কুমিল্লা বিএমএ’র সভাপতি ডা: সুলতান আহমেদ (মরণোত্তর), একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও সমাজসেবক ডা: যোবায়দা হান্নান (মরণোত্তর), কোভিড হিরো ডা: মো: মজিবর রহমান (মরণোত্তর) ও কোভিড হিরো ডা: আইরিন পারভীন (মরণোত্তর)। 

বৈজ্ঞানিক সেমিনার ও গুণী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা: মো: আতাউর রহমান জসীম। সভাপতিত্ব করেন জেলা বিএমএ’র সভাপতি  ডা. আব্দুল বাকী আনিস। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা বিএমএ’র ইসি সদস্য ডা: মোরশেদুল আলম। 

আরো উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকীসহ অনেকে। 

অনুষ্ঠানে জেলার ৮ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। বৈজ্ঞনিক সেমিনারে সায়েন্টিফিক পার্টনার ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।


আরও দেখুন: