গাইনী বিশেষজ্ঞ ডা. মাফুজা চৌধুরী আর নেই
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. মাফুজা চৌধুরী
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. মাফুজা চৌধুরী। কোলন ক্যান্সার আক্রান্ত হয়ে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১৩ জুন (মঙ্গলবার) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. মাফুজা চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটি’র (এফডিএসআর) দপ্তর সম্পাদক ডা. রশিদুল হক। এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। সেইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিজ ফেসবুক টাইম লাইনে ডা. রশিদুল হক লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সেন্ট্রাল ফর উইমেন্স এন্ড চাইল্ড হেলথ, ঢাকা অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক (সাবেক) ডা: মাফুজা চৌধুরী কোলন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ই জুন'২০২৩ কানাডায় ইন্তেকাল করেন।