ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১ জন

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-14 19:12:54
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১ জন

গত একদিনে আরও একজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেসরিলিজ থেকে এ তথ্য জানা গেছে। 

প্রেসরিলিজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত তথ্যে আরও বলা হয়েছে, সারাদেশে নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। এরমধ্যে ঢাকায় ১৭৫ জন। এবং ঢাকার বাইরে ২৬ জন। 

Capture (2)

বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৮০৬ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ৬৬৭জন। অন্যান্য বিভাগে রোগী ভর্তি আছেন ১৩৯জন। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮শ’ ২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯শ’ ১১ জন। ঢাকার বাইরের হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৮শ’ ৯১ জন।


এ বছরের ১ জানুয়ারি থেকে থেকে ১৪ জুন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২২০ জন। ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৭৪৮ জন।

প্রসঙ্গত: ২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এর মধ্যে ডিসেম্বর মাসে মারা যান ২৭ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


আরও দেখুন: