গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

ডক্টর টিভি ডেস্ক
2023-06-13 10:23:40
গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। যে চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়া হাসপাতালে থাকবেন, ওই চিকিৎসক ইতিমধ্যে হাসপাতালে আছেন। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও হাসপাতালে আছেন।

গভীর রাতে হাসপাতালে নেওয়ার পেছনে বড় ধরনের কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি তার চিকিৎসকেরা অতি গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন। নতুন করে জটিলতা এড়াতে তাকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া বের হন। ১৫ মিনিট পর তাকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন হাসপাতালে রেখে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি।

২০২২ সালের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।


আরও দেখুন: