বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার হিসেবে পুরস্কৃত হলেন ২ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-12 10:06:07
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার হিসেবে পুরস্কৃত হলেন ২ চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন ২ চিকিৎসকসহ স্নাতোকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ২২ শিক্ষার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত ২ চিকিৎসকসহ স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

রোববার (১১ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রাইজ মানি হিসেবে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।  

352775433_278117497998999_5479899374897302195_n

এরআগে, গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুন নূর মোহম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত অফিস আদেশে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়।  

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ এ নির্বাচিত ২ জন চিকিৎসক হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিও ভাসকুলার এন্ড থোরাসিক সার্জারির ডা. রাকিবুল আমিন বিজয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথ্যালমোলজি বিভাগের ডা. মাজহারুল হক ভুঞা। 

আদেশে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর ১৬টি অধিক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো। 

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২ এর নির্বাচিতদের তালিকা দেখতে ক্লিক করুন :


আরও দেখুন: