আরও ২ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯ জন
গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুরোগী মারা গেছেন
গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুরোগী মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে। রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, শনিবার (১০ জুন) সকাল ৮টা থেকে রোববার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৩৬ জন। আর ঢাকার বাইরে ৫৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৬০৩ জন। এরমধ্যে ঢাকার ৫৭টি হাসপাতালে ৪৯৭ জন ও ঢাকার বাহিরে ১০৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (১১ জুন) পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৩ হাজার ২শ’ ১০ জন। এরমধ্যে ঢাকায় সর্বমোট ভর্তি হওয়া রোগী ২ হাজার ৪শ’ ১২ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী ৭শ’ ৯৮ জন।
১ জানুয়ারি থেকে রোববার (১১ জুন) পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫শ’ ৮৩ জন। এরমধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮শ’ ৯৫ জন। ঢাকার বাইরে মোট ছাড়প্রাপ্ত রোগী ৬৭৮ জন।