নাটোরে নার্স বেশে নবজাতক চুরি, কুষ্টিয়ায় উদ্ধার
নার্স পরিচয় দিয়ে এক নারী দাদি খাউরুন নাহারের কোলে থাকা শিশুটিকে চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে যায়
নাটোর সদর হাসপাতাল থেকে নার্সের ছদ্মবেশে চুরি করে নিয়ে যাওয়া নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার এবং চুরিতে জড়িত নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এরপর তাদের নিয়ে পুলিশের একটি দল নাটোরে গেছে।
এদিকে শিশুটিকে উদ্ধারের খবরে তার বাবা নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও মা হাসনা হেনা আনন্দ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, জেলা পুলিশের আন্তরিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি।
শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নবজাতক শিশুটি চুরি হয়। নার্স পরিচয় দিয়ে এক নারী দাদি খাউরুন নাহারের কোলে থাকা শিশুটিকে চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে যায়।