স্বাস্থ্যখাত ডিজিটালে বরাদ্দ ১৫০০ কোটি টাকা

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-08 12:28:14
স্বাস্থ্যখাত ডিজিটালে বরাদ্দ ১৫০০ কোটি টাকা

এ পদ্ধতিতে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড থাকবে। কার্ডের মাধ্যমে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন

স্বাস্থ্যখাত ডিজিটাল করতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্সে’ এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনাকালে টেলিমেডিসিন ব্যবহার করেছি। এখন সেটিকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা প্রয়োজন। আমাদের পুরো স্বাস্থ্যখাতকে ডিজিটালাইজড করা হবে। এ জন্য এরইমধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প ডিপিইতে পাস হয়েছে।’

তিনি বলেন, ‘এ পদ্ধতিতে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড থাকবে। কার্ড নিয়ে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন। রোগ ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে যাবতীয় তথ্য কার্ডে সংরক্ষণ থাকবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: