বরুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-07 16:46:32
বরুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কুমিল্লার বরুড়ায় 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩' এর উদ্বোধন

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কুমিল্লার বরুড়ায় 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩' এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩' এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সাবরিনা আফরিন মুস্তাফা।

মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত- এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: কামরুল হাসান সোহেল।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য তরিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য মোঃ কামরুল হাসান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: নূরেন তাসকিন তুলি।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সিফাত সালেহ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে জন্মের শুরু অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। এ জন্য গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে।

জন্মের পরপরই নবজাতককে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাসের পর বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কৈশোরকালীন সময়ে কিশোর-কিশোরীদের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বলেন বক্তারা। 


আরও দেখুন: