বাড়িতে তেলাপোকা-ছারপোকা মারার ওষুধ প্রয়োগ, বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-06 15:12:29
বাড়িতে তেলাপোকা-ছারপোকা মারার ওষুধ প্রয়োগ, বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু

বিষক্রিয়ার ঘটনায় তাদের বোন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা-ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিনের (১৫) শাহিল মোবারত জায়ান (৯) নামে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা বসুন্ধরা আবাসিক এলাকার ১ নম্বর ব্লকের মোবারক হোসেনের ছেলে। শায়েন মোবারত জাহিনের অষ্টম শ্রেণিতে ও  শাহিল মোবারত জায়ান তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। বিষক্রিয়ার ঘটনায় তাদের বোন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তেলাপোকা-ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্য এবং স্বজনরা অভিযোগ, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পরিষেবার 'অযোগ্য' কর্মীদের কারণে এই ঘটনা ঘটেছে।

নিহতদের বাবা মোবারক হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টায় পর্যন্ত আমাদের বাসায় কিটনাশক প্রয়োগ করা হয়। এ সময় আমি মাস্ক পরে তাদের সঙ্গে ছিলাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ছিল। আমার ২ ছেলে মারা গেছে। বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

এ বিষয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল জানান, মোবারক হোসেন তার বাসায় তেলাপোকা-ছারপোকা মারার জন্য ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডকে ভাড়া করেন। শুক্রবার ডিসিএসের কর্মীরা মোবারক হোসেনের বাড়িতে কীটনাশক প্রয়োগ করে এবং ২ থেকে ৩ ঘণ্টা পর তাদের বাড়িতে প্রবেশ করতে বলেন। তবে পরিবারের সদস্যরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে প্রায় ১০ ঘণ্টা পরে বাড়িতে ফিরেন।

শরিফুল ইসলাম আরও জানান, পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়লেও শিশুদের দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার সকালে সেখানে জায়ান এবং রাতে জাহিনের মৃত্যু হয়। কীটনাশক থেকে বিষক্রিয়ায় তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।


আরও দেখুন: