গোবিন্দগঞ্জ হাসপাতালে অ্যাপেনডিসাইটিসের সফল অপারেশন

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-05 12:33:03
গোবিন্দগঞ্জ হাসপাতালে অ্যাপেনডিসাইটিসের সফল অপারেশন

অ্যাপেনডিসাইটিস রোগীর সফল অপারেশন হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

অ্যাপেনডিসাইটিস রোগীর সফল অপারেশন হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ধরনের মেজর ও মাইনর অপারেশন সফলভাবে নিয়মিতভাবে হচ্ছে হাসপাতালটিতে। সোমবার (৫ জুন) ডক্টর টিভিকে এসব তথ্য জানান গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। ইতোমধ্যে, রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি। 

ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ২৬ বছরের যুবক পেটের ডান পাশে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় পরীক্ষা আর রোগ নির্নয়ে ধরা পড়ে অ্যাপেনডিসাইটিসের ইনফেকশন ছড়িয়ে পড়েছে। 

পরিস্থিতি বিবেচনায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির নির্দেশনায় দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ আল আসাদ।

সার্জারি কনসালটেন্ট ডা. অলিউল ইসলাম বিপ্লবের নেতৃত্বে ডা.নুসরাত, ডা. সুবীর ও স্যাকমো রায়হানের সমন্বয়ে গঠিত টিম শনিবার (৩ জুন) সাবএরাকনয়েড স্পাইনাল ব্লকের মাধ্যমে দ্রুততার সহিত সফল অস্ত্রোপচার করে রেক্টোসিক্যাল গ্যাংগ্রিন্যাস অ্যাপেন্ডিক্সটি অপসারণ করেন। দ্রুত অপারেশন না করলে ইনফেকশন বেড়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারতো বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। দ্রুত সুস্থ্য হয়ে ওঠায় রোববার (৪ জুন) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান ঐ রোগী। তাকে পরবর্তীতে হাসপাতালে ফলোআপে আসার পরামর্শ দিয়েছেন দায়িত্বশীল চিকিৎসক।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিয়মিত মাইনর ও মেজর সার্জারি হচ্ছে হাসপাতালটিতে। এককথায় সরকারি সক্ষমতার মধ্যে বিভিন্ন উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে উপজেলা হাসপাতালটিতে। 


আরও দেখুন: