পঙ্গু হাসপাতালে ২০ শয্যার আইসিইউ উদ্বোধন
নিটোর বা পঙ্গু হাসপাতালের নতুন ভবনে ২০ শয্যার আইসিইউ সেবা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (নিটোর) সংকটাপন্ন রোগীদের সেবায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ জুন) দুপুরে নিটোর বা পঙ্গু হাসপাতালের নতুন ভবনে ২০ শয্যার আইসিইউ সেবা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব কামরুল হাসান মিলন, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ ইউনিট ঘুরে দেখেন। সেখানে রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের জানান, দেশেই এখন বিদেশের মতো চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে। রোগীদের আর বিদেশ যেতে হবে না।