তীব্র দাবদাহে বরিশালে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-03 20:03:06
 তীব্র দাবদাহে বরিশালে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ

গত ৭ দিনে গরমজনিত কারণে ২ হাজার ২৪০ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।

প্রচণ্ড তাপপ্রবাহে বরিশাল বিভাগের অনেক মানুষ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া, হাঁপানি, জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালাতে আসা রোগীদের ভিড় বাড়ছে।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, বর্তমানে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩ গুণ বেশি রোগী আউটডোরে গরমজনিত কারণে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গরমজনিত ডায়রিয়া, জ্বর, স্ট্রোকের রোগী আছে। গরমজনিত অসুস্থতায় জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় গত ৬ মাসে ৩৬ হাজার ৫৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত ৭ দিনে গরমজনিত কারণে ২ হাজার ২৪০ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ১৬২ জন সুস্থ হয়ে উঠেছেন।

নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ও অভিভাবক প্রবীর কুণ্ডু জানান, প্রচণ্ড গরমের কারণে বাড়িতে ছেলেমেয়েরা জ্বরসহ নানা অসুস্থতায় ভুগছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বরিশালে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি চলছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


আরও দেখুন: