৩৭টি সরকারি মেডিকেলে অধ্যাপকের ১৫৫টি পদ সৃজন

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-02 16:56:25
৩৭টি সরকারি মেডিকেলে অধ্যাপকের ১৫৫টি পদ সৃজন

৩৭টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য ১৫৫টি অধ্যাপক পদ সৃজন

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ী ১৫৫টি পদ সৃজনের অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ এর উপসচিব রওনক আফরোজা সুমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য ১৫৫টি ক্যাডার পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। এরমধ্যে অধ্যাপক ১৩টি, সহযোগী অধ্যাপক ৫২টি ও সহকারী অধ্যাপকের পদ ৯০টি।  

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজেরর জন্য অধ্যাপক পদ ২টি, সহযোগী অধ্যাপক পদ ৪টি ও সহকারী অধ্যাপক ৯টি। 

রাজশাহী মেডিকেল কলেজের জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি, সহকারী অধ্যাপক ৩টি। 

ময়মনসিংহ মেডিকেল কলেজের জন্য অধ্যাপক ১টি, সহযোগী অধ্যাপক পদ ৩টি, সহকারী অধ্যাপক ৫টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য অধ্যাপক ১টি, সহযোগী অধ্যাপক পদ ৪টি, সহকারী অধ্যাপক ৭টি।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজের জন্য অধ্যাপক ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি, সহকারী অধ্যাপক ২টি।   

শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশালের জন্য অধ্যাপক ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি, সহকারী অধ্যাপক ৩টি। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকার জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি ও সহকারী অধ্যাপক ৩টি। 

রংপুর মেডিকেল কলেজের জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি ও সহকারী অধ্যাপক ৪টি। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক পদ ২টি ও সহকারী অধ্যাপক ৪টি। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ১টি। 

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ৪টি। 

খুলনা মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

কুমিল্লা মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপকের পদ ১টি। 

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীর জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক ২টি ও সহকারী অধ্যাপক ২টি। 

কক্সবাজার মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

পাবনা মেডিকেল কলেজের জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক ২টি ও সহকারী অধ্যাপক ২টি। 

যশোর মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ১টি। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ১টি। 

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জের জন্য সহকারী অধ্যাপক ১টি।

সাতক্ষীরা মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের জন্য অধ্যাপক পদ ১টি, সহযোগী অধ্যাপক ২টি ও সহকারী অধ্যাপক ২টি। 

পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

মুগদা মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

নীলফামারী মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

নেত্রকোনা মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

চাঁদপুর মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুরের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

নওগাঁ মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

মাগুড়া মেডিকেল কলেজের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের জন্য সহযোগী অধ্যাপক ১টি ও সহকারী অধ্যাপক ২টি। 


আরও দেখুন: