গণস্বাস্থ্য মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ২ জন সাময়িক বরখাস্ত
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার ও অর্থ পরিচালক মিস মনিকা সরকারকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ডের চেয়ারমপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা ট্রাস্ট বোর্ডের ক্ষমতা বলে তাদেরকে দু’জনের বিষয়ে এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (১ জুন) গণস্বাস্থ্য থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর
হাসপাতাল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন
কেনা-কাটা, ছাত্র-ছাত্রী ভর্তি এবং বিভিন্ন আর্থিক লেন-দেনে অনিয়মসহ
ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত
কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে কমিটির সম্মুখে হাজির হয়ে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা প্রদানসহ জবাবদিহি করতে নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত চলাকালে গণস্বাস্থ্য কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ থেকে বিরত থাকতে অভিযুক্ত দুজনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে প্রেসবিজ্ঞপ্তিতে।