রাস্তায় জন্মানো নবজাতকের আশ্রয় ইউএনওর কোলে
ইউএনও মো. ইশতিয়াক ইমনের কোলে নবজাতক।
চট্টগ্রামের আনোয়ারায় কমিউনিটি ক্লিনিকে সদ্য জন্ম দেওয়া পুত্রসন্তানকে রেখে চলে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক মা। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সহায়তায় ওই মাকে খুঁজে পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ মে) উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকার আজিজ মার্কেটের নিচে সিঁড়ির গোড়ায় পুত্রসন্তানের জন্ম দেন ওই নারী।
স্থানীয়রা জানায়, বন্দর সেন্টার এলাকার আজিজ মার্কেটের নিচে সিঁড়ির গোড়ায় নবজাতকসহ এক নারীকে দেখেন তারা। পরবর্তীতে ওই নারীকে পার্শ্ববর্তী বন্দর কমিউনিটি ক্লিনিকে নিয়ে যান তারা। সেখানে সন্তানকে রেখে ওই মা চলে যান।
খবর পেয়ে ইউএনও মো. ইশতিয়াক ইমন ওই নবজাতককে নিজের বাসভবনে নিয়ে আসেন। এরপর ওই নবজাতককে কোলে নিয়ে অভিভাবকের সন্ধান চেয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন।
বুধবার দুপুরে পার্শ্ববর্তী একটি জঙ্গলে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে খুঁজে পাওয়া যায়।
ইউএনও মো. ইশতিয়াক ইমন সাংবাদিকদের জানান, বুধবার বন্দর গ্রামের জঙ্গল থেকে ওই শিশুর মানসিক প্রতিবন্ধী মাকে খুঁজে বের করে হাসপাতালে নবজাতকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। নবজাতক চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে বলেও জানান তিনি।