টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-01 13:34:51
টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী।’

আজ (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী।’ ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দুধ ও দুগ্ধজাত দ্রব্যের গুরুত্ব বাড়াতে ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে। এর অংশ হিসেবে এ বছরও দিবসটি উদযাপনে নানান আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে দেশের দুগ্ধ খাতের ৪১ জন সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে একটি র‍্যালি হয়েছে। এছাড়াও বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় ঢাকার দশটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া সারা দেশে দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনা মূল্যে প্রাণিসম্পদ চিকিত্সা ক্যাম্পেইন পরিচালনা, বিনা মূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আরও দেখুন: