রাজশাহীর সেরা হাসপাতাল সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স
রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি গ্রহণ করছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন
রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্মাননা লাভ করায় রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার ও নওগাঁর সিভিল সার্জন ডাঃ আবু হেনা রায়হানুজ্জামান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।
মঙ্গলবার (৩০ মে) জয়পুরহাটের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় মাসিক সমন্বয় সভায় স্বীকৃতি সম্মাননা গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কাজী শামীম হোসেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরিচালক ব্রিগে: জেনা: মোহম্মদ মহসিন, বিভাগের সব জেলার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য কর্মককর্তা ও কনসালট্যান্টরা অংশ নেন।
রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভের পর ডক্টর টিভির কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।
তিনি বলেন, সুন্দর কর্মপরিবেশ, সর্বোত্তম সেবা- এই মূলমন্ত্রকে ধারণ করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালের সেবাদানে ৩টি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। সেগুলো হলো- (এক). সুন্দর ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ তৈরী। (দুই). অচল ও অর্ধসচল যন্ত্রাংশকে নিরবিচ্ছিন্নভাবে সচল করা। (তিন). সঠিক ডায়াগনোসিস ও উন্নত চিকিৎসা নিশ্চিতকল্পে অত্যাধুনিক যন্ত্রাংশের ব্যবহার।
তিনি আরও জানান, গত ৪ বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের আজকের এই অবস্থান। এই স্বীকৃতি আমাদেরকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে জানান সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।