কমিউনিটি ক্লিনিকের সেবায় মানুষ সন্তুষ্ট : গবেষণা

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-01 10:51:08
কমিউনিটি ক্লিনিকের সেবায় মানুষ সন্তুষ্ট : গবেষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি ক্লিনিকের সেবার বিভিন্ন দিক নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়

কমিউনিটি ক্লিনিকের সেবায় সন্তুষ্ট সাধারণ মানুষ, গুণগত মানও ভালো বলে গবেষণার ফলাফলে জানানো হয়েছে। বুধবার (৩১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি ক্লিনিকের সেবার বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত  গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। 

অনুষ্ঠানে সম্প্রীতি জাতিসংঘে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা প্রস্তাব আকারে গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

এতে অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর শাহানা পারভীন।

প্রধান গবেষণা হিসেবে গবেষণার ফলাফল প্রকাশ করেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক।

তিনি জানান, অধিকাংশ কমিউনিটি ক্লিনিক (সিসি) কেন্দ্রগুলোর অবস্থা সন্তোষজনক ছিল। কন্ট্রোল এলাকার সেবাগ্রহণকারীদের কমিউনিটি ক্লিনিকে সেবা পাওয়ার সুবিধা ভাল ছিল, কিন্তু তাদের এই সেবাগুলোর বিষয়ে সন্তুষ্টি কম ছিল। কেস এলাকার সেবাগুলোর গুণমান ভাল ছিল। কন্ট্রোল এলাকার সেবাগ্রহণকারীদের ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকে সেবাগুলোর প্রাপ্যতায় কিছুটা বাধা ছিল। এছাড়াও, কন্ট্রোল এলাকায় কমিউনিটি ক্লিনিকে রোগীর সংখ্যা, উঠান বৈঠক, স্বাস্থ্য শিক্ষা সেশন, বাড়ি কেন্দ্রিক সেবা, রেফার হওয়া রোগীর সংখ্যা, কমিউনিটি গ্রুপ সভা, কমিউনিটি সাপোর্ট গ্রুপ সভা এবং বার্ষিক কর্মপরিকল্পনার সংখ্যা কম ছিল, যেখানে কেস এলাকায় ইপিআই সেশন এবং রেফার হওয়া রোগীর সংখ্যা কম ছিল। প্রায় ৭০ শতাংশ কমিউনিটির জনগণ এমএইচভি সেবাগুলোর সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রায় ৭০ শতাংশ এমএইচভি অনলাইন এবং অ্যাপ-ভিত্তিক ডিজিটাল দক্ষতাসম্পন্ন। সিএইচসিপিগণ মূল্যায়ন করেছেন যে, এমএইচভিগণ তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন।

গবেষণার সুপারিশে বলা হয়, কমিউনিটি ক্লিনিক এর সেবা এবং গ্রামীণ মানুষদের মধ্যে সংযোগ তৈরি করা অপরিহার্য। সিসি এবং এমএইচন্ডি সেবাগুলোর ব্যবহার। সহজ করার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

সকল নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা অর্জনের জন্য বাংলাদেশ সরকার সারাদেশে প্রতি ৬০০০ মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের কৌশলগত পরিকল্পনা গ্রহন করেছে।

গবেষণার উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) পরিসেবার মূল্যায়ন করা এবং যেই এলাকায় এমএইচভি নাই সেই এলাকার কমিউনিটি ক্লিনিকগুলির কার্যকারিতার সাথে একটি বাংলাদেশের চারটি উপজেলায় বিশটি কমিউনিটি ক্লিনিকে এবং তাদের ক্যাচমেন্ট এলাকায় পরিচালিত হয়। কমিউনিটি ক্লিনিক ক্যাচমেন্ট এলাকার প্রাপ্তবয়স্ক জনগণ (১২০০), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (১৫), মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) (৭৫), লোকাল স্টেকহোল্ডার এবং নীতিনির্ধারকদের (১৭) কাছ থেকে প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাতকার নেয়া হয়েছে। মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার পরিসেবাসহ কমিউনিটি ক্লিনিক এর এলাকা গুলোকে কেস এলাকা এবং মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার পরিসেবা ছাড়া কমিউনিটি ক্লিনিক এর এলাকাগুলোকে কন্ট্রোল এলাকা হিসেবে নির্ধারণ করা হয়। 

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডীন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, মানবিক গুণাবলীর অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম রাজনৈতিক দার্শনিক। কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাও একটি দর্শন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকের ধারণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর স্বপ্নকেই বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যান উদ্যোগে ‘এ্যাসেসমেন্ট অফ দ্যা কমিউনিটি ক্লিনিকস সাপোর্টেড বাই মাল্টিপারপাস হেলথ ভলানটিয়ারস: ইফেক্টস অন সার্ভিস ডেলিভারি, কোয়ালিটি এন্ড ইউটিলাইজেশন অফ সার্ভিসেস’ শীর্ষক এই গবেষণা পরিচালিত হয়।


আরও দেখুন: