ব্রহ্মপুত্রে বিলীন কমিউনিটি ক্লিনিক
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলিন হয়ে গেছে ক্লিনিকটি।
কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোর মধ্যে একটি ভগপতিপুর। এলাকার বাসিন্দাদের একমাত্র চিকিৎসাকেন্দ্র ছিল ভগপতিপুর সরকারি কমিউনিটি ক্লিনিক। সেটি এখন স্মৃতি, ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলিন হয়ে গেছে ক্লিনিকটি।
মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার দিকে একমাত্র চর ভগপতিপুর সরকারি কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যায়।
এর আগে ওই এলাকার একটি স্কুলভবনও ভাঙনের শিকার হয়। এ ছাড়াও সরিয়ে নেওয়া হয়েছে একটি মসজিদ ও একটি আবাসন প্রকল্পের বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে দিন পার করছে ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদী তীরবর্তী এলাকার মানুষ।
চর ভগপতিপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, পানি বাড়ায় বেশ কিছুদিন এখানে খুবই ভাঙন দেখা দিয়েছে। অনেকের বাড়িঘর নদীতে চলে গেছে। একমাত্র ক্লিনিক ছিল তাও নদীতে গেছে। আর যে জীবনে এখানে ক্লিনিক হবে কি না আল্লাহ পাক জানেন। ভাঙন দেখে খুবই কষ্ট লাগছে ভাই। কিন্তু কিছু তো করার নাই।’
স্থানীয় চেয়ারম্যান মো. আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদবেষ্টিত। বেশিরভাগ এলাকাই চর। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন। চর ভগপতিপুর এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিক ছিল সেটিও নদীতে বিলীন হয়েছে। প্রায় ৩৬টির মতো বসতবাড়ি, একটি স্কুল ভাঙনের শিকার হয়।
অনেক চেষ্টা করেও ক্লিনিকটি রক্ষা করা গেলো না উল্লেখ করে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড অফিসকে বলে প্রায় চার হাজার জিও ব্যাগ সেখানে ফেলা হয়। এতদিন নিয়ন্ত্রণও ছিল, হঠাৎ করে ভেঙে গেলো। পানি উন্নয়ন বোর্ডও অনেক চেষ্টা করেছে। তাও ক্লিনিকটি রক্ষা করা যায়নি। কোনো উপায় ছিল না আসলে আমরা চেষ্টা করেই গেছি। নিলামের বিষয়টি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ক্লিনিকটি নদীতে বিলীন হয়েছে।