বধির শিশুদের ১৪ লাখ টাকার ডিভাইস ফ্রি দিচ্ছে বিএসএমএমইউ

ডক্টর টিভি রিপোর্ট :
2023-05-30 10:09:07
বধির শিশুদের ১৪ লাখ টাকার ডিভাইস ফ্রি দিচ্ছে বিএসএমএমইউ

বিএসএমএমইউ’র কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক কর্মশালা শেষে রোববার রাতে রাজধানীর একটি  রেস্ট্রুরেন্টে সদন বিতরণী অনুষ্ঠান

বিনামূল্যে বধির শিশুদের চিকিৎসা দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের উদ্যোগে। বধির শিশুদের এই চিকিৎসা পদ্ধতি যেমন জটিল তেমনই ব্যয়বহুল। শুধুমাত্র কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসের দাম হল ৬ থেকে ১৪ লক্ষ টাকা। 

কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক কর্মশালা শেষে রোববার রাতে রাজধানীর একটি  রেস্ট্রুরেন্টে সদন বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্ট অধিকাংশই বিনামূল্যে করা হয়েছে। এ পর্যন্ত কক্লিয়ার ইমপ্ল্যান্ট সুবিধা পেয়েছে ৭১৮ জন। চিকিৎসার পর তারা স্বাভাবিক জীবন পেয়েছে। এখন কানে শুনতে পারছে, কথা বলতে পারছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক ও অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু।

অনুষ্ঠানে অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জাারি বিভাগের অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন-সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম বিএসএমএমইউ এর কর্মসূচী পরিচালক ও অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জাারি বিভাগের অটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চুসহ মোট ৭ জন চিকিৎসক ১০০টি করে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন করেছেন।


আরও দেখুন: