রোগীর পেট না কেটেই মোবাইল বের করলেন চিকিৎসক
পেট না কেটেই গিলে ফেলা আস্ত মোবাইল ফোন বের করে আনলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া ও তার সঙ্গীরা
পেট না কেটেই গিলে ফেলা আস্ত মোবাইল ফোন বের করে আনলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া ও তার সঙ্গীরা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজে এ ঘটনা শেয়ার করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, প্রচন্ড পেট ব্যথা নিয়ে চিকিৎসার জন্য পুলিশের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এক কয়েদি। এ সময় তিনি জানান, ৭ দিন আগে মোবাইল ফোন গিলে ফেলেছেন তিনি।
সব শুনে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দেন ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া। রিপোর্টে পেটে থাকা মোবাইলের সত্যতা দেখতে পান। এরপর তাকে দ্রুত অপারেশনের জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেন চিকিৎসক।
ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া জানান, সাধারণত এ ধরনের কোন কিছু পেট কেটে বের করা হয়। পেট কাটার আগে রোগীর গুরুত্বপূর্ণ পরীক্ষা এন্ডোস্কোপি করা হয়। এতে দেখা যায় মোবাইলটা পেটের ভিতর ২ ভাগ হয়ে আছে। তারপর পেট না কেটেই এন্ডোস্কোপির কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করে মোবাইলটি বের করে আনতে সক্ষম হন তিনি। কিন্তু ব্যাটারি খুঁজে পাচ্ছিলেন না তারা। পরে রোগী জানান যে, ব্যাটারি পায়খানার সাথে বের হয়ে গেছে।
রোগী কয়েদি হওয়ায় মোবাইলটা বের করার পর একটা জীবাণুমুক্ত ব্যাগে তুলে সেটা হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ডাঃ সালমা সুলতানার হাতে তুলে দেন সার্জারির চিকিৎসক ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া।