চমেক হাসপাতালে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) হাসপাতালের ২য় তলার কনফারেন্স রুমে আয়োজিত স্বেচ্ছা রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান।
এই সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা, সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, সহকারী পরিচালক ডা. শাহিদা আখতার, সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য, সহকারী পরিচালক ডা. আব্দুল মান্নান; চমেক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুভাস মজুমদার, রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সরোজ কান্তি চৌধুরীসহ অনেকে।
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরীর নির্দেশনায় এই আয়োজনে ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
স্বেচ্ছায় রক্তদাতাদের স্মারক উপহার হিসেবে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি দেওয়া হয়।