বিএসএমএমইউর বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ১০ জুন
প্রবেশপত্র সংগ্রহ করার শেষ সময় ১০ জুন বেলা ১২টা পর্যন্ত।
২০২২-২৩ সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অর্ন্তভুক্ত বিএসসি ইন নার্সিং ২০২২-২৩ সেশনের ভর্তির জন্য বিএসএমএমইউর ৯ মে ২০২৩ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ জুন ২০২৩ ও আবেদনের শেষ সময় ৩ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
আগামী ১০ জুন বেলা একটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ জুন ২০২৩ থেকে ১০ জুন বেলা ১২টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।