স্বাস্থ্যখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-27 17:25:45
স্বাস্থ্যখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতের উন্নয়নে ১২ দফা দাবি জানানো হয়।

স্বাস্থ্যখাতে দেশের মোট বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১২ দফা দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। শনিবার (২৭ মে) রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সরকারি হাসপাতালগুলোকে বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান সংগঠনের নেতারা।

মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতের উন্নয়নে ১২ দফা দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম। ১২ দফা দাবির মধ্যে রয়েছে,

» বিনা ফিতে ২ বেলা বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া

» সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার নিয়ম বাতিল করা

 » বিনা মূল্যে ২৪ ঘণ্টা পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করা

» জনসংখ্যার অনুপাতে ডাক্তার

» নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়া

» প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ফি নির্ধারণ করে দেওয়া

» নিয়মিত পরিদর্শন করে হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়া

»  গ্রাম ও শহরের স্বাস্থ্য সেবার বৈষম্য দূর করা

»  ৫৪টি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

» সরকারি ওষুধ উৎপাদনে আড়াই হাজার কোটি টাকা দেওয়া

» মেডিকেল শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের নেতা জয়দেব ভট্টাচার্য, সাম্যবাদী দলের নেতা সুধাংশু চক্রবর্তীসহ অন্যরা।


আরও দেখুন: