পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২ শতাধিক রোগী

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-24 21:01:58
পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২ শতাধিক রোগী

পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প। এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানি অপারেশন, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বুধবার (২৪ মে) পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের (বরিশাল) ব্যবস্থাপনায় পটুয়াখালী সদরের ১৭১নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

ক্যাম্পে আগত ২০০ জন সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা, দরিদ্র ২০ জনকে ওষুধ ও ৫২ জনকে পাওয়ার যুক্ত চশমা বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৫ জন চোখে ছানি পড়া রোগী যাচাইবাছাই করা হয়েছে। তাদেরকে আগামী শুক্রবার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল বরিশাল শাখার ব্যবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোগ ও অপারেশনের জন্য বরিশাল নিয়ে যাওয়া হবে।


আরও দেখুন: