প্রতিষ্ঠার ৩৭ বছর পর চালু অপারেশন থিয়েটার

ডক্টর টিভি ডেস্ক
2023-05-23 13:47:02
প্রতিষ্ঠার ৩৭ বছর পর চালু অপারেশন থিয়েটার

ওটি চালুর পর প্রথম সিজার সফলভাবে হয়েছে

প্রতিষ্ঠার ৩৭ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। সোমবার (২২ মে) দুপুরে ওটিতে প্রথম সিজারিয়ান অপারেশনে ছেলেসন্তান জন্ম দেন এক প্রসূতি।

১৯৮৫ সালে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। সিজারসহ ছোটখাটো প্রয়োজন আগে জেলা ও বিভাগীয় শহর ময়মনসিংহে যেতে হতো রোগীদের।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনে প্রথম জন্ম নেওয়া শিশুর বাবা হীরা মিয়া উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘হাসপাতালে প্রথম সিজার। এ জন্য প্রথমে কিছুটা ভয়ে ছিলাম। সুষ্ঠুভাবে সিজার হওয়ায় আনন্দিত।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওটি চালুর পর প্রথম সিজার সফলভাবে হয়েছে। এ জন্য চিকিৎসক-নার্স সবাইকে ধন্যবাদ। কেবিনে নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


আরও দেখুন: