হাসপাতালে সেবা নিতে রোগীর পরিচয়পত্র বাধ্যতামূলক

ডক্টর টিভি রিপোর্ট :
2023-05-22 17:08:29
হাসপাতালে সেবা নিতে রোগীর পরিচয়পত্র বাধ্যতামূলক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভিড়

সরকারি হাসপাতালে সেবা নিতে রোগীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও লাইন ডাইক্টের এইআইএস এন্ড ই-হেলথ দপ্তরের  পরিচালক অধ্যাপক ডা. মোঃ শাহাদাত হোসেন সাক্ষরিত নোটিশে এ আদেশ দেয়া হয়েছে। 

জারিকৃত নোটিশে বলা হয়েছে, ডিএইচআইএস২ সফটওয়্যারের মাধ্যমে সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদের আলাদা আলাদা তথ্য সংগ্রহ করা হয়। ডিএইচআইএস২ তে আবশ্যিকভাবে রোগীর নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ করা প্রয়োজন। 

১. এআইডি/জন্মনিবন্ধন (১৮ বছরের নীচে হলে) সনদ,

২. মোবাইল নাম্বার ও 

৩. ঠিকানা (জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড)। 

উপরোক্ত আদেশ যথাযথ পালনের অনুরোধসহ নোটিশের কপি পাঠানো হয়েছে- সব বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর।  

347422905_791662505741910_5682384786713650239_n


আরও দেখুন: