নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস চিকিৎসকের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক মোস্তফা মিজানুর রহমান।
নারায়ণগঞ্জ নগরীর ৪ নম্বর বঙ্গবন্ধু সড়ক এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোস্তফা মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতারা করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২১ মে) দুপুর ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার ও সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।
নুশরাত আরা খানম জানান, মিজানুর রহমান এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও তাকে চ্যালেঞ্জ করা হলে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোনো কাগজপত্র যাচাই ছাড়াই আলট্রাসনোগ্রাম বিভাগে ভুয়া ব্যক্তিকে নিয়োগ দেয় সুপার ডায়াগনস্টিক সেন্টার। অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা, যথাযথ কাগজপত্র না দেখেই ডাক্তার নিয়োগ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সুপার ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।