৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে ঢাকার তাপমাত্রা

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-19 15:43:16
৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে ঢাকার তাপমাত্রা

ঢাকায় শুক্রবার দুপুরের পর এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে

দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, ঢাকায় শুক্রবার দুপুরের পর এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর ৩টার আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাই ঢাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়।


আরও দেখুন: