স্বাস্থ্যের সাবেক ডিজির মামলায় সাক্ষ্য পেছালো
এখন পর্যন্ত মামলাটিতে ৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২২ জুন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, ২০২১ সালে আবুল কালাম আজাদসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। পরবর্তীতে একই বছরের ১২ জুন ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। এখন পর্যন্ত মামলাটিতে ৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদে মামলার অপর ৫ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।
চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।