উচ্চশিক্ষায় প্রেষণে যাচ্ছেন ৫৫ চিকিৎসক
১৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫৫ জন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে প্রেষণ মঞ্জুরের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৫ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত দুইটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রজ্ঞাপনে উল্লেখিত চিকিৎসক কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যায়নের জন্য প্রেষণ মঞ্জুর করা হলো।
প্রেষণকালীন চিকিৎসক কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে মূল কর্মস্থানের বেতন-ভাতাদি গ্রহন করবেন। আবেদনকারীদের আবেদনে উল্লেখিত কোন তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত সংশোধিত প্রেষণ নীাতমালা-২০২২ অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে।