মোখা পরবর্তী হাসপাতাল পরিদর্শনে কক্সবাজারের সিভিল সার্জন
ঘূর্ণিঝড় 'মোখা' পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনের অংশ হিসেবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান
ঘূর্ণিঝড় 'মোখা' পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনের অংশ হিসেবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
ঘূর্ণিঝড় মোখার আঘাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কিছু বড় গাছ ভেঙে যায়। এছাড়া তিনটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাঙ্গনে থাকা একটি বিলবোর্ড পড়ে যায়। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন সিভিল সার্জন।
ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কাশেমসহ সকল মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ, স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া উদ্যোগকে সাধুবাদ জানান সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।