বিটিএফটিএম সভায় যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন স্বাস্থ্যের দুই কর্মকর্তা
১১ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ২৬-২৮ জুন অনুষ্ঠিতব্য ৫ম ‘বিআইএমএসটিইসি টাস্ক ফোর্স অন ট্রাডিশনাল মেডিসিন’ সভায় যোগ দেওয়ার জন্য স্বাস্থ্যের দুই কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মনোনয়ন পাওয়া দুই কর্মকর্তা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব মাহবুবা বিলকিস। অপরজন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন বিভাগের পরিচালক ডা. মো. মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৬-২৮ জুন থাইল্যান্ডের ব্যাংককে স্বশরীরে জুন অনুষ্ঠিতব্য ৫ম ‘বিআইএমএসটিইসি টাস্ক ফোর্স অন ট্রাডিশনাল মেডিসিন’ সভায় যোগ দেওয়ার জন্য মাহবুবা বিলকিস ও ডা. মো. মাসুদুর রহমানকে মনোনয়ন প্রদান করা হলো।