টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-14 16:14:52
টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রংপুর ও রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিনদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সকাল ৯টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলকায় অবস্থান করে।

এটি বর্তমানে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করছে। ‘মোখা’ আরো উত্তর-উত্তপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ সিটুয়ের (মায়ানমার) কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম শেষ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং সোমবার (১৫ মে) সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।


আরও দেখুন: