সাভারে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ: দগ্ধ ৫
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ডিপোয় বিস্ফোরণ
ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ডিপোতে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
আজ শনিবার জামগড়া তেঁতুলতলা এলাকার বিল্লাল এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ডিপোটিতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো। ডিপোর অনেকগুলো সিলিন্ডারের মধ্যে ৪টি সিলিন্ডারের বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। ডিপোর ভেতরে বাসাবাড়ি ছিল এবং আহতরা সেখানেই বসবাস করতেন।
মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, 'ডিপোর অনুমোদন ছিল না। সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং ফায়ার সার্ভিসের সনদপত্রও ছিল না।'
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন অর রশিদ গনমাধ্যমকে বলেন, 'গ্যাস সিলিন্ডার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ শিশুসহ ৫ জনকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।'
দগ্ধরা হলেন—প্রতিষ্ঠানটির মালিক মো. বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), শাহাআলম (২৬) ও সোহাগ (৯)।