ঘূর্ণিঝড় মোখা: সিএমইউর অধিভুক্ত মেডিকেল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
১৩ মে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ক্রমান্ময়ে শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’ কারণে আগামী রোববার (১৪ মে) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল, ডেন্টাল, নার্সিং কলেজ ও ইনস্টিটিউ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববদ্যিালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামকে ৮ নং মহাবিপদ সংকেত প্রদান করা হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী রোববার চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী অঞ্চল আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায় সকলের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউ আগামী রোববার বন্ধ ঘোষণা করা হলো।