বিসিএস ক্যাডারভুক্ত হলেন ৪৫৯ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-13 12:26:19
বিসিএস ক্যাডারভুক্ত হলেন ৪৫৯ চিকিৎসক

১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৫৯জন চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভূক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘বিসিএস (স্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০’ এবং The Bangldesh Civil Service Recruitment Rules, 1981 এর সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ মে ২০২২ তারিখের এসআরও নং-১১৩-আইন/২০২২ এর আলোকে স্বাস্থ্য অধিদফতরের অধীন ১৯৮৯ চিকিৎসক কর্মকর্তাকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অধিদফতরের প্রশাসন ও এমআইএস পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

→ক্যাডারের অন্তর্ভূক্ত হওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন


আরও দেখুন: