লুপাসের উন্নত চিকিৎসা এখন বিএসএমএমইউয়ে

ডক্টর টিভি রিপোর্ট :
2023-05-10 17:12:45
লুপাসের উন্নত চিকিৎসা এখন বিএসএমএমইউয়ে

বিশ্ব লুপাস দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র মিল্টন হলে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার

সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই এমন একটি জটিল রোগ যা শরীরের যেকোন অঙ্গপ্রত্যঙ্গে হতে পারে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর করে দিতে পারে। তবে এই রোগের উন্নত চিকিৎসাসেবা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগ থেকে দেয়া হচ্ছে।

বুধবার (১০ মে) বিশ্ব লুপাস দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র মিল্টন হলে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

এতে আলোচনা করেন বিএসএমএমইউ’র রিউমাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রিউমাটোলজির জন্য এশিয়া প্যাসিফিক লিগ অব অ্যাসোসিয়েশনগুলোর সাবেক সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

এছাড়াও বিএসএমএমইউ’র রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ করিম চৌধুরী, অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো: আবু শাহীন ও সহযোগী অধ্যাপক  ডা. শামীম আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন। 

৪WhatsApp Image 2023-05-10 at 15.59.56

WhatsApp Image 2023-05-10 at 16.47.04

৭WhatsApp Image 2023-05-10 at 16.05.07

এরআগে, মঙ্গলবার (৯ মে) লুপাস দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

345854028_1310288836509580_8343823469162434932_n

এ সময় প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জাফর খালেদ, অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ আবু শাহীন, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শওকত কবীর, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ রহমান, সহযোগী অধ্যাপক ডা. মঈনুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। 


আরও দেখুন: