ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-10 17:16:38
ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম

অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. সুজন শরীফ তার ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান। 

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিউরোসার্জারি সাবজেক্টটি আসলে একটি টেকনোলজিক্যাল (প্রযুক্তিগত) সাবজেক্ট। এখানে ট্রেনিংয়ের সঙ্গে স্কিলটাও গুরুত্বপূর্ণ। তাছাড়া ঢাকা মেডিকেল সবচেয়ে বেশি রোগীদের লোড নেয় সেটি তো জানেন। আমরা চেষ্টা করব সবাই মিলে একসঙ্গে কীভাবে আমাদের দক্ষতা এবং অ্যাক্টিভিটি ওয়ার্ল্ড ক্লাসের দিকে নিয়ে যাওয়া যায়।

এর আগে গত ২৯ জানুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেব তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল/ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। একই দিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামের জন্ম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামে। তিনি বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক তিনি।


আরও দেখুন: