স্বামী ভুয়া চিকিৎসক, স্ত্রী চালাতেন অনুমোদনহীন ক্লিনিক

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-10 15:44:29
স্বামী ভুয়া চিকিৎসক, স্ত্রী চালাতেন অনুমোদনহীন ক্লিনিক

আটক শাওন আক্তারকে (৩৬)।

চুয়াডাঙ্গার দর্শনায় অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দ্বায়ে মালিক শাওন আক্তারকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ক্লিনিকটি বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকেলে দর্শনার পুরাতন বাজার এলাকায় বারাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার ও সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে  দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এ অভিযানের নেতৃত্ব দেন।

দণ্ডপ্রাপ্ত শাওন আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর। তার স্বামী ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদকে দিয়ে ক্লিনিক পরিচালনা করছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণা করেছেন ফিরোজ-শাওন দম্পতি। দালালের মাধ্যমে গ্রাম থেকে রোগী নিয়ে এসে হাতিয়ে নিতো অতিরিক্ত অর্থ।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, শাওন আক্তারের স্বামী ফিরোজ আহমেদ নামের পাশে ভুয়া এমবিবিএস ডিগ্রি লাগিয়ে ক্লিনিকে অপচিকিৎসা চালাচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত আসার খবরে পালিয়ে যান তিনি।

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ প্রয়োজনীয় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় শাওন আক্তারকে সাজা দেওয়ার পাশাপাশি তার স্বামী ফিরোজ আহমেদকে তলব করা হয়েছে বলেও জানান সজল কুমার দাস।


আরও দেখুন: