ডা. আইদাহ্ তাসনিমের প্রেষণ মঞ্জুর

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-10 13:34:14
ডা. আইদাহ্ তাসনিমের প্রেষণ মঞ্জুর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ডা. আইদাহ্ তাসনিমের প্রেষণ মঞ্জুরের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডা. আইদাহ্ তাসনিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযয়ের অধিনস্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজিতে ডিপ্লোমা কোর্স (অফথালমোলজি) করার জন্য ১ জুলাই ২০২৩ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য প্রেষণ মঞ্জুর করা হলো।

প্রেষণকালীন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে মূল কর্মস্থানের বেতন-ভাতাদি গ্রহন করবেন। এছাড়া ডা. আইদাহ্ তাসনিমের আবেদনে উল্লেখিত কোন তথ্য দেশের অভ্যন্তরে উচ্চশিক্ষা বিষয়ক নীতিমালায় ভুল বা মিথ্যা প্রমানিত হলে তার প্রেষণ পদ বাতিল করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ডা. আইদাহ্ তাসনিম বর্তমানে ঢাকার ফুলবাড়িয়া সরকারি কর্মচারি হাসপাতালের আবাসিক সার্জন হিসাবে কর্মরত আছেন।

→প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন


আরও দেখুন: