বিভাগের সেরা ইনোভেশনের মনোনয়ন পেল কানেক্টিং বরুড়া
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের উদ্ভাবনী মেলায় সেরা ইনোভেশনের জন্য মনোনয়ন পেয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনোভেশন জুম অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য সেবা কানেক্টিং বরুড়া। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
তিনি বিশেষজ্ঞ সেবা জনগণের দোড়গোড়ায়কে সেরাদের মধ্যে মনোনীত করার জন্য কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, ডেপুটি সিভিল সার্জন ডা: নিসর্গ মেরাজ চৌধুরী ও বরুড়া উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও বরুড়ায় ডিজিটাল স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরুর অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেয়ার জন্য কুমিল্লার সাবেক সিভিল সার্জন ও বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা: মীর মোবারক হোসাইন দিগন্তকে বিশেষভাবে ধন্যবাদ জানান ডা. কামরুল হাসান সোহেল।
কানেক্টিং বরুড়াকে সফল করে তোলার জন্য বরুড়া উপজেলায় কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা।