চট্টগ্রামে হজ্বযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা শুরু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
চট্টগ্রাম জেলার হজ্বযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে যেসব এজেন্সি হজ্বযাত্রীদের তালিকা জমা দিয়েছেন তাদেরকে ২ কপি নির্ধারিত ফরম পূরণ করে মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে স্থাপিত অফিসে জমা দিতে হবে। পরবর্তীদের তাদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি (দিন, তারিখ সময়) হাসপাতালের নোটিশ বোর্ড থেকে জেনে নিতে সংশ্লিষ্ট হজ্ব এজেন্সি ও প্রতিনিধিদের বলা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত দিনে প্রত্যেককে আর/এম/ই, আর.বি.এস, এক্স-রে চেস্ট পিএ ভিউ, ইসিজি, সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি ইউথ ইএসআর, ব্লাড গ্রুপিং (আরএইচ টাইপিং) রিপোর্টগুলো সঙ্গে রাখতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, প্রত্যেক শুক্রবার ও সরকারি ছুটির দিন স্বাস্থ্য পরীক্ষা বন্ধ থাকবে।