দেশে করোনা শনাক্তের হার বৃদ্ধি
২৪ ঘণ্টায় অন্তত ১৫ করোনা আক্রান্ত হয়েছেন
সারাদেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনে।
শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে গত ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ৫১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫০৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন।
শুক্রবার (৫ মে) ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।