ঝিনাইদহে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক চালু

ডক্টর টিভি রিপোর্ট :
2023-05-05 17:24:19
ঝিনাইদহে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক চালু

কালীগঞ্জ শহরের বলিদাপাড়ায় সমবায় ভিত্তিক প্রকৃতি মেডিকপস্ হাসপাতালে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন

সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা কেন্দ্রের সহায়তায় ঝিনাইদহের কালীগঞ্জে চালু হলো স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক। এ উপলক্ষে সেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়।

৩ মে (বুধবার) সকাল ১১টায় কালীগঞ্জ শহরের বলিদাপাড়ায় অবস্থিত সমবায় ভিত্তিক প্রকৃতি মেডিকপস্ হাসপাতালে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের পরিচালক প্রভাত ব্যানার্জী। এ সময় কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো: আসাদুজ্জামান, কমিউনিটি অনকোলজি সেন্টারের মাহবুব শওকত, প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুপালি, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের মেহনাজ আকন্দ সুমিসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন কান্সার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেন বিশিষ্ট ক্যান্সার ইপিডেমিওলজিস্ট অধ্যাপক ডা. মো: হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)।

এখন থেকে সপ্তাহে একদিন প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের মাধ্যমে ঢাকার ক্যান্সারের চিকিৎসকেরা বিনামূল্যে ক্যান্সার বিষয়ে পরামর্শ দেবেন।


আরও দেখুন: