না’গঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৩
গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে সাত শ্রমিক গুরুতর দগ্ধ হন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোহা গলানোর কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নিয়ন নামের ২০ বছর বয়সী এক শ্রমিক।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ নিয়ে রূপগঞ্জের ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। দগ্ধ আরও চারজন হাসপাতালটিতে চিকিৎসাধীন। তারা হলেন– জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩)। তারা সবাই ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের শ্রমিক।
বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ওই কারখানায় লোহা গলানোর বয়লারে পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়।
গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে সাত শ্রমিক গুরুতর দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর শংকর (৪০) ও ইলিয়াস আলী (৩৫) মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে ইব্রাহিমের ২৮, মো. জুয়েলের ৯৭, গোলাম রাব্বির ৯৯ ও আলমগীরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।