রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬ জন হাসপাতালে ভর্তি
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র : ঢাকা পোস্ট।
পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শঙ্কর (৪০)। দগ্ধ ৬ জন হলেন- রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), জুয়েল (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বলেন, রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে আমাদের এখানে আনা হয়েছে। এর মধ্যে রাব্বির শরীরের ৯৫ শতাংশ, ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ, জুয়েলের শরীরের ৯৭ শতাংশ ও আলমগীরের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।