যেকোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত: স্বাস্থ্য সচিব

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-30 16:05:45
যেকোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত: স্বাস্থ্য সচিব

দেশের অসংখ্য মানুষ এখন আর্থিক চাপে হাসপাতালে চিকিৎসা নিতে যায় না

যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে নেগলেক্ট ট্রপিক্যাল ডিজিস (এনটিডি) দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার হোসেন বলেন, ‘রোগাক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা গর্ব করে বলি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, হাসপাতালগুলোতে সেবা বাড়াচ্ছি। কিন্তু যতো সেবাই বাড়ানো হোক, যথেষ্ট হবে না যদি আমরা প্রতিরোধকে গুরুত্ব না দেই।’

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবায় বর্তমান যে ফ্যাসিলিটি আছে, সেটা দিয়েই প্রিভেনশনে আরও বেশি কাজ করতে পারি। ছোটখাটো যেকোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। অনেক সময় ছোটখাটো রোগ থেকেই বিভিন্ন বড় সমস্যা দেখা দেয়। এ জন্য সচেতনতা খুবই জরুরি।’

দেশের অসংখ্য মানুষ এখন আর্থিক চাপে হাসপাতালে চিকিৎসা নিতে যায় না জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, ‘মানুষ প্রেসার নিয়ে ঘুমিয়ে আছে, ডায়াবেটিস নিয়ে চলাফেরা করছে। যখন সিরিয়াস পর্যায়ে পৌঁছে তখন হাসপাতালে ছুটে যায়, কিন্তু তখন আর তাকে বাঁচানো সম্ভব হয় না।’

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (সিডিসি) ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা। এ ছাড়া অতিথি হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডাইরেক্টর অধ্যাপক ড. রোবেদ আমিন প্রমুখ বক্তব্য রাখেন।


আরও দেখুন: