স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও বিভাগের নতুন পরিচালক ডা. বিধান চন্দ্র
হোমিও ও দেশজ চিকিৎসা শাখার নবনিযুক্ত পরিচালক ডা: বিধান চন্দ্র সেনগুপ্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক অফিসার্স অ্যাসোসিয়েশন
স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ বিভাগের নতুন পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত।
বুধবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত সর্বশেষ রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বিসিএসের ৯ম ব্যাচের কর্মকর্তা ডা. বিধান সেনগুপ্ত নোয়াখালীর সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেল কলেজের লেকচারার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমিউনিটি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বপালন করেছেন।
এর আগে ডা. বিধান সেনগুপ্ত নোয়াখালী ম্যাটসের অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ও সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপালন করেছেন।